বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। যিনি সম্প্রতি ‘ভুল ভুলাইয়া ২’ ছবিতে সাফল্যের জন্য প্রশংসায় ভাসছেন। কার্তিক এই মূহুর্তে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম এক অভিনেতা হয়ে উঠেছেন। তার অভিনয়ে মুগ্ধ ভক্তরা।
এবার অভিনেতা তার ক্যারিয়ারের সবচেয়ে বিগ বাজেটের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। পরিচালক কবির খান এ ছবিটি পরিচালনা করবেন। এটি প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াদওয়ালা।
বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, কার্তিক, কবির এবং সাজিদ তারা তিনজনই খুব উত্তেজিত নতুন সিনেমাটি নিয়ে। এটি পরের বছরের জন্য বৃহত্তম এনজিই প্রকল্পগুলোর মধ্যে একটি হবে।
সালমান খানের সিনেমা ‘এক থা টাইগার’র পর কবির খান কার্তিককে নিয়ে ছবিটির শুটিং শুরু করবেন।
তবে এ সিনেমার নাম ও অভিনেত্রী এখনও ঠিক হয়নি।
এর আগে কবির এনজিই ব্যানারে রণভীর সিংয়ের সঙ্গে একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছিলেন, কিন্তু ‘৮৩’-র পরে, এই জুটি সিনেমা থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।