সোমবার , ১৮ জুলাই ২০২২ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

হাইকোর্টে ৫০ বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি

প্রতিবেদক
pappu
জুলাই ১৮, ২০২২ ৫:০৭ অপরাহ্ণ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য ৫০টি নতুন বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আগামী বুধবার (২০ জুলাই) থেকে এসব বেঞ্চে বিচারকাজ পরিচালিত হবে।

সোমবার (১৮ জুলাই) এ বিষয়ে প্রধান বিচারপতির নির্দেশনা দেওয়ার নোটিশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

প্রধান বিচারপতির নির্দেশনায় বলা হয়, আমি নির্দেশ করছি যে, আগামী ২০ জুলাই বুধবার সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য নিম্নে উল্লেখিত বেঞ্চ সমূহ গঠন করা হলো।

নোটিশে ৫০ একক ও দ্বৈত বেঞ্চের নাম বিচারিক এখতিয়ারসহ উল্লেখ করা হয়। এর মধ্যে ৩০টি দ্বৈত বেঞ্চ ও ২০টি একক বেঞ্চ রয়েছে।

গত ৩ জুলাই রোববার থেকে ১৯ জুলাই মঙ্গলবার পর্যন্ত সু্প্রিম কোর্টের অবকাশকালীন ছুটি ছিল। এ ছুটি শেষে কোর্ট খোলার দুদিন আগে এ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি।

সর্বশেষ - দেশজুড়ে