ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ৯২ সদস্যের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ করেছে রাশিয়া। বিবিসি জানিয়েছে, যুদ্ধাপরাধ বিষয়ক রাশিয়ার একটি তদন্ত কমিটির প্রধান এ কথা বলেছেন।
এ ছাড়া এসংক্রান্ত আরো এক হাজারেরও বেশি অভিযোগের তদন্ত শুরু হয়েছে। যুদ্ধাপরাধ বিষয়ে রাশিয়ার তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন আলেকজান্ডার বাস্ত্রিকিন।
তিনি বলেছেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ৯২ সদস্যের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ করেছে রাশিয়া। পাশাপাশি এসংক্রান্ত এক হাজার ৩০০টিরও বেশি অপরাধমূলক ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
বলিভিয়া, ইরান, সিরিয়াসহ আরো বেশ কিছু দেশের সমর্থিত একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রস্তাবও করেছেন আলেকজান্ডার বাস্ত্রিকিন। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ৫১ জন কমান্ডারসহ প্রায় ৯৬ জনকে রাশিয়া খুঁজছে বলেও জানিয়েছেন তিনি।
তিনি আরো বলেছেন, ইউক্রেনীয়রা (অভিযুক্তরা) মানবতার শান্তি ও নিরাপত্তার বিরুদ্ধে অপরাধে জড়িত রয়েছে।
সূত্র : বিবিসি
