সোমবার , ২৫ জুলাই ২০২২ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

দুদিনে কক্সবাজার এসেছে ২০ টন ইলিশ, নাগালের বাইরে দাম

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুলাই ২৫, ২০২২ ৩:০১ অপরাহ্ণ

৬৫ দিনের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর উপকূলের পাশেও মিলছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। দিনে দিনেই মাছ নিয়ে ফিরছে অনেক ট্রলার। সোমবারও (২৫ জুলাই) কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে এসেছে সাড়ে সাত মেট্রিক টন ইলিশ। তবে মাছের আড়ত ও ফিশারিঘাট ইলিশে ভরে গেলেও দাম এখনো সাধারণের নাগালের বাইরে। নিষেধাজ্ঞার পর রবি ও সোমবার দুদিনে ধরা পড়েছে ৩২ টন মাছ। এর মধ্যে সাড়ে ১৯ টনই ইলিশ। বাজারে মিলছে ৮০০ থেকে দেড় কেজি ওজনের ইলিশ।

ব্যবসায়ী ও জেলেদের তথ্যমতে, ফিশারিঘাটে পাইকারিতে ১২০০-১৪০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার ৪০০ টাকা কেজি দরে।

jagonews24

সোমবার দুপুরে মৎস্য অবতরণ কেন্দ্রের পাইকারি ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। ৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৭০০-৭৫০ টাকায়।

কক্সবাজার সদর উপজেলা বাজারের খুচরা মাছ ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, ১২০০-১৪০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে দেড় হাজার টাকা কেজি দরে। ৬০০ গ্রামের ওপরে ৮০০ গ্রাম পর্যন্ত বিক্রি হচ্ছে ৭৫০-৮০০ টাকায়। কেজিতে দু-তিনটি ধরে এমন ইলিশ বিক্রি হচ্ছে ৬৫০ টাকায়। আরও ছোট সাইজের কেজিতে চারটি ধরে এমন মাছ ৫০০ থেকে সাড়ে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

jagonews24

কক্সবাজার বড় বাজারে মাছ কিনতে আসা সেলিম উল্লাহ বলেন, রোববার প্রচুর ইলিশ ধরা পড়েছে- এমনটি টেলিভিশন ও পত্রিকায় দেখে বাজারে এসেছি। যেহেতু ইলিশ বেশি ধরা পড়ছে তাই দাম কম হবে আশা করেই বাজারে এসেছিলাম। কিন্তু আশাহত হলাম। বড় একটি ইলিশ কেজিতে দেড় হাজার থেকে ১ হাজার ৬০০ টাকা চাচ্ছে। ছোট সাইজের ইলিশও ৮০০ টাকা কেজি। এত বেশি দামে ইলিশ কেনা সম্ভব হয়নি।

কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ম্যানেজার আহসানুল হক বলেন, নিষেধাজ্ঞা শেষে প্রথমদিন সাড়ে ১৬ টন মাছ এসেছে। আশা ছিল, সোমবার আরও বেশি মাছ আসবে। কিন্তু সেটা হয়নি। সোমবার ইলিশসহ মাছ এসেছে সাড়ে ১৫ টন। এর মধ্যে ইলিশ হলো সাড়ে সাত টন। রোববার আসা সাড়ে ১৬ টনে ১১ টন ৭০০ কেজি ছিল ইলিশ। প্রথমদিন প্রায় ইলিশের ওজন ছিল ৬০০-৭০০ গ্রাম। সোমবার পাওয়া ইলিশের ওজন ৮০০ থেকে ১৫০০ গ্রামের মধ্যে ছিল।

jagonews24

কক্সবাজার ফিশিংবোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ বলেন, দুই মাস পাঁচদিনের নিষেধাজ্ঞা শুরুর আগেও কক্সবাজার উপকূলে ইলিশের খুব একটা দেখা পাননি জেলেরা। সোমবার বড় ইলিশ ধরা পড়েছে। জেলায় ছোট-বড় মাছ ধরা ট্রলার প্রায় ছয় হাজার। এসব ট্রলার নিয়ে প্রায় ১ লাখ ২০ হাজার জেলে-শ্রমিক সাগরে গেছেন। নিষেধাজ্ঞা চলাকালে মৎস্য বিভাগের নিবন্ধিত ৬৩ হাজার ১৯৩ জেলে পরিবার ৫৬ কেজি করে চাল পেলেও অনিবন্ধিত জেলে পরিবারে কিছুই জোটেনি। এখন মাছ মিলছে, সেসব পরিবারের আর্থিক সমস্যা দূর হবে বলে আশা করছি।

 

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

দাশেরকান্দি পয়ঃশোধনাগার পয়োবর্জ্য থেকে ছাই, পরিষ্কার পানি যাচ্ছে বালু-শীতলক্ষ্যায়

চাঁদপুরে ৩ লাখ ৪৭ হাজার ৯৪৭ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

দুই শর্তে খালেদার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়লো

নিরাপত্তারক্ষীকে দিয়ে মৃত গ্রাহকের ১ কোটি ৩৩ লাখ টাকা তুলে নেন ব্যাংক কর্মকর্তারা

গাজীপুরে সংসদ সচিবালয়ের পিএ সোসাইটির মিলনমেলা

পাঁচটি রপ্তানি ট্রফি পাচ্ছে প্রাণ-আরএফএল

রাশিয়ার কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে রেজিস্ট্রার গঠনের উদ্যোগ

প্রস্তুত পদ্মা সেতুর রেলপথ

মর্টার শেল দুর্ঘটনাবশত নাকি উদ্দেশ্যপ্রণোদিত, খতিয়ে দেখা হবে: পররাষ্ট্রসচিব

হাসপাতাল প্রতিষ্ঠার ৩৭ বছর পর অপারেশন থিয়েটার চালু