মানি লন্ডারিং মামলায় সোনিয়া গান্ধীকে ইডিতে তলব করার বিরুদ্ধে প্রতিবাদ করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। এছাড়া দলটির আরো কয়েকজন শীর্ষ নেতাকে এ সময় নিয়ে যায় পুলিশ।
মঙ্গলবার (২৬ জুলাই) ভারতীয় সংবাদ মাধ্যমগুলো একথা জানায়।
এর আগে মঙ্গলবার সকালে ন্যাশনাল হেরাল্ড মানি লন্ডারিং মামলায় দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে নয়া দিল্লির ইডি অফিসে যান সোনিয়া গান্ধী। এ সময় তার সঙ্গে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী ছিলেন।
কর্মকর্তারা জানান, গত জুলাই, ইডি কর্মকর্তারা সোনিয়াকে দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু করোনার ধকল কাটিয়ে উঠতে না পারায় সে সময় তাকে আর জিজ্ঞাসাবাদ করা হয়নি।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস