পারমাণবিক যুদ্ধ মোকাবিলায় উত্তর কোরিয়ার বাহিনী প্রস্তুত দাবি করেছেন দেশটির নেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুদ্ধের সমাপ্তি দিবস উপলক্ষে বৃহস্পতিবার দেওয়া ভাষণে তিনি এ দাবি করেছেন।
কিম জানান, তার দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ‘যেকোনো সামরিক সংঘর্ষের জন্য সম্পূর্ণ প্রস্তুত।’
কিম জং উন এমন সময় এ মন্তব্য করলেন যখন উত্তর কোরিয়া সপ্তম পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে বিষয়টি উদ্বেগ প্রকাশ করা হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। গত মাসেই যুক্তরাষ্ট্র জানিয়েছিল, পিয়ংইয়ং যে কোনো সময় এ ধরনের পরীক্ষা চালাতে পারে। উত্তর কোরিয়া সর্বশেষ ২০১৭ সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল।
উত্তর কোরিয়ার শীর্ষনেতা বলেছেন, যুক্তরাষ্ট্রের পারমাণবিক হুমকি মোকাবিলায় উত্তর কোরিয়ার আত্মরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার ‘জরুরি ঐতিহাসিক যোগ্যতা’ অর্জন করতে হবে।
তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার নিয়মিত সামরিক মহড়াকে উস্কানি হিসেবে ভুলভাবে উপস্থাপন করেছে।