ভারতের আসামে উড্ডয়নের সময় রানওয়ে থেকে প্লেনের চাকা পিছলে কাদামাটিতে আটকে পড়ার ঘটনা ঘটে। বৃহস্পিতবার (২৮ জুলাই) আসামের জোরহাট বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
বৃহস্পিতবার দুপুর আড়াইটার দিকে জোরহাট বিমানবন্দরে ইন্ডিগো এয়ারলাইন্সের কলকাতাগামী একটি প্লেনের চাকা রানওয়ে থেকে পিছলে যায়। পরে সেটি পাশের কাদামাটিতে আটকে যায়।
এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে প্লেনটির চাকা কাদা থেকে ওঠানো সম্ভব না হওয়ায় যাত্রীদের নামিয়ে আনা হয়।
বিমান থেকে নামিয়ে এনে যাত্রীদের বিমানবন্দরের ওয়েটিং রুমে নিয়ে যাওয়া হয়৷ শেষ পর্যন্ত রাত ৮টার ১৫ মিনিটে ফ্লাইটটি বাতিল ঘোষণা করা হয়।
সূত্র: এনডিটিভি