শনিবার , ৩০ জুলাই ২০২২ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

যানজট এড়াতে দামি গাড়ি ছেড়ে লোকাল ট্রেনে দুই তারকা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুলাই ৩০, ২০২২ ৪:৫৮ পূর্বাহ্ণ

সম্প্রতি তাঁদের মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় ছবির প্রচারণা করতে দেখা গেছে। এই সময় বিজয় আর অনন্যা একঝাঁক শিশু কিশোরের সঙ্গে নাচে মত্ত ছিলেন। আজ সকালে তাঁরা হঠাৎ ট্রেনে চেপে বসলেন। মুম্বাইয়ের যানজট এড়াতে আর ছবির প্রচারণার জন্য বিজয় আর অনন্যা নামীদামি ব্র্যান্ডের গাড়ি ছেড়ে মুম্বাইয়ের লোকাল ট্রেনে ভ্রমণ করলেন। সকালে তাঁদের মুম্বাইয়ের খার স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

যানজট এড়াতে দামি গাড়ি ছেড়ে লোকাল ট্রেনে দুই তারকা

যানজট এড়াতে দামি গাড়ি ছেড়ে লোকাল ট্রেনে দুই তারকা

খার থেকে তাঁরা লোয়ার পারেল পর্যন্ত ট্রেনে ভ্রমণ করেছিলেন। অনন্যা মুম্বাইয়ের মেয়ে। এই শহরে তাঁর বেড়ে ওঠা। তাই হয়তো কখনো তিনি মুম্বাইয়ের ট্রেনে উঠে থাকতে পারেন। কিন্তু বিজয় দক্ষিণের ছেলে। তাই তাঁর মুম্বাই লোকাল দর্শন এই প্রথম। আর সব মিলিয়ে দারুণ উত্তেজিত এই দক্ষিণি তারকা। এর আগে প্রিয়াঙ্কা চোপড়া, নওয়াজুদ্দিন সিদ্দিকীর মতো তারকারা লোকাল ট্রেনে ভ্রমণ করেছেন।
‘লাইগার’ ২৫ আগস্ট মুক্তি পেতে চলেছে। ছবিটি তামিল, তেলেগু, কন্নড়, মালায়লাম, আর হিন্দিতে আসতে চলেছে।

সর্বশেষ - আইন-আদালত