মঙ্গলবার দুপুরে নেত্রকোনা জেলা প্রশাসনের আয়োজনে পৌরসভার সহযোগিতায় সাতপাই আধুনিক স্টেডিয়াম মাঠে পণ্য বিক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলমসহ অনেকেই।
নেত্রকোনায় ১ লাখ ৭০ হাজার ৪৩৭ জন উপকারভোগীর নিকট ভতুর্কী মূল্যে পণ্য বিক্রয় করার কথা রয়েছে। ১০ উপজেলার ৮৬টি উইনিয়ন ও ০৫টি পৌরসভায় সর্বমোট ২৭২টি স্পটে ৪০ জন ডিলারের মাধ্যমে উপকারভোগীর মাঝে বিভিন্ন পণ্য বিক্রিয় করা হবে।