বুধবার , ৩ আগস্ট ২০২২ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ফেসবুকে দুস্থদের সাহায্যের নামে হাতিয়ে নেন ১২ লাখ টাকা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
আগস্ট ৩, ২০২২ ৬:৪৪ পূর্বাহ্ণ

ফেসবুকে অসুস্থ মানুষের ছবি ব্যবহার করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

ওই প্রতারকের নাম শাহরিয়ার আজম আকাশ। হ্যাক করা শতাধিক ফেসবুক আইডি পাওয়া গেছে তার কাছে। এছাড়া সাইবার প্রতারণার কাজে ব্যবহৃত একটি আইফোন, দুটি বাটন ফোন, একটি অ্যাপেলের ম্যাকবুক এয়ার ও ব্যবহৃত বিকাশ নম্বরগুলো জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) রাতে যশোরের কোতোয়ালি থানার নিজ বাসা থেকে আকাশকে গ্রেফতার করে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড টিম।

বুধবার (৩ আগস্ট) অভিযানে নেতৃত্ব দেওয়া সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ই-ফ্রড টিমের সহকারী পুলিশ কমিশনার সুরঞ্জনা সাহা জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, বিভিন্ন অনলাইন মনিটরিং করার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘‘Help For Masum’’, ‘‘Help For Tahmid’’ সহ বেশ কয়েকটি পেজ থেকে গুরুতর অসুস্থ ব্যক্তি ও শিশুর ছবি পোস্ট দিয়ে সাহায্যের আবেদন জানানোর পোস্ট দেখা যায়। সেখানে বিকাশ ও নগদ নম্বরও দেওয়া হয়।

আর সাহায্য করতে না পারলেও পোস্টগুলো যেন শেয়ার করা হয় বলে আকুতি জানায়। এমন কয়েকটি পেজ নিয়ে কাজ শুরু করে সাইবার পুলিশ। এক পর্যায়ে অবস্থান শনাক্ত করে যশোর থেকে প্রতারক আকাশকে গ্রেফতার করা হয়।

তার কৌশল সম্পর্কে পুলিশ কর্মকর্তা জানান, আকাশ ফিসিং লিংকের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির ফেসবুক আইডি হ্যাক করে। পরে হ্যাক করা আইডি থেকে ‘‘Help For Masum’’, ‘‘Help For Tahmid’’ সহ এমন একই রকম অনেকগুলো পেজ খোলে। এরপর গুরুতর অসুস্থ ও অসহায় শিশুর ছবি পোস্ট করে সাহায্যের আবেদন করে। পোস্টগুলো বুস্ট করে যেন পোস্টগুলো বেশি মানুষের কাছে পৌঁছায়।

তার ওই পোস্ট দেখে হৃদয়বান মানুষ বিকাশ নম্বরে টাকা পাঠায়। পাঠানো টাকা দিয়ে সে ‘‘cryptocurrency exchange’’ ওয়েবসাইট ‘‘binance.com’’ এর মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ডলার কেনেন। পরে ওই ডলার ‘‘binance.com’’ এর মাধ্যমে বিক্রি করে বিভিন্ন লোকের কাছ থেকে তার বিকাশ নম্বরে নিয়ে নেয়। এভাবে গত ২ মাসে প্রতারণার মাধমে সে প্রায় ১২ লাখ টাকা আত্মসাৎ করেছে। তার কাছ থেকে শতাধিক হ্যাক করা ফেসবুক আইডি পাওয়া গেছে।

সহকারী পুলিশ কমিশনার সুরঞ্জনা সাহা আরও জানান, আকাশ অনেক দিন আগে থেকেই সাইবার অপরাধে জড়িত। এ ধরনের অপরাধের জন্য এর আগেও তাকে গ্রেফতার করা হয়। গত মে মাসে কারাগার থেকে ছাড়া পেয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ে।

 

     

    সর্বশেষ - দেশজুড়ে

    আপনার জন্য নির্বাচিত

    ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ ৪ ঘণ্টা ধরে বন্ধ

    পদ্মাপাড়ে বিমানবন্দর সম্ভাব্য দুই স্থান খুঁজতেই ব্যয় ১৩৬ কোটি টাকা

    মিয়ানমারে কারাভোগ শেষে ২৯ বাংলাদেশি আজ দেশে ফিরেছেন

    মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

    ‘খাদ্যমন্ত্রী চালকল আর বাণিজ্যমন্ত্রী ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, দেশ চলবে কিভাবে’

    সাবেক ডিএমপি কমিশনারসহ ১৫ পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন

    ৮ বছরের জন্য নির্বাচনে নিষিদ্ধ বোলসোনারো

    শিক্ষক পেটানোর ঘটনায় মূলহোতা ছাত্রলীগ নেতা এখনো গ্রেফতার হয়নি

    জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে জামায়াত আমির গ্রেফতার: সিটিটিসি

    আবার ভােটের লড়াইয়ে হার ট্রাম্প-ঘনিষ্ঠ পেলিনের