বৃহস্পতিবার , ৪ আগস্ট ২০২২ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

চরফ্যাশনে অগ্নিকাণ্ডে ২৬ দোকান পুড়ে ছাই

প্রতিবেদক
নিউজ ডেস্ক
আগস্ট ৪, ২০২২ ১০:৪৩ পূর্বাহ্ণ

ভোলার চরফ্যাশন জনতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বুধবার রাত আনুমানিক রাত ২টা ৩০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের।

জনতা বাজার সূত্রে জানা গেছে, গতকাল বুধবার মধ্য রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা বাজারের চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে জনতা বাজারের মুদি, ওষুধ, রেস্টুরেন্টসহ ছোট-বড় প্রায় ২৬টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

চরফ্যাশন ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান বলেন, রাত আড়াইটার দিকে ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।অগ্নিকাণ্ডে ২৬টি দোকান পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের আনুমানিক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

 

 

সর্বশেষ - আইন-আদালত