জনতা বাজার সূত্রে জানা গেছে, গতকাল বুধবার মধ্য রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা বাজারের চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে জনতা বাজারের মুদি, ওষুধ, রেস্টুরেন্টসহ ছোট-বড় প্রায় ২৬টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
চরফ্যাশন ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান বলেন, রাত আড়াইটার দিকে ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।অগ্নিকাণ্ডে ২৬টি দোকান পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের আনুমানিক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।