বৃহস্পতিবার , ৪ আগস্ট ২০২২ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

সাবেক মন্ত্রীর এপিএসের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
আগস্ট ৪, ২০২২ ১:০০ অপরাহ্ণ

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) এএইচএম ফোয়াদের নামে মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা হয়েছে।

বুধবার (৩ আগস্ট) দিবাগত রাতে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলাটি করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক বিচিত্রা রানী বিশ্বাস।

ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ জলিল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, এএইচএম ফোয়াদ (৫২) ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিলনালিয়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে পাঁচ কোটি ৪৪ লাখ ৯৫ হাজার টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে বলা হয়, এএইচএম ফোয়াদ ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ছত্রছায়ায় থেকে ফরিদপুরের সাজ্জাদ হোসেন বরকত এবং ইমতিয়াজ হাসান রুবেলের সহায়তায় এলজিইডি, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, বিএডিসি, সড়ক বিভাগসহ বিভিন্ন সরকারি অফিসের টেন্ডার নিয়ন্ত্রণ করে প্রচুর সম্পদের মালিক হয়েছেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল বলেন, মামলা হয়েছে, এ মামলার তদন্ত করবে সিআইডি।

 

সর্বশেষ - আইন-আদালত