জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে চুয়েট ছাত্রলীগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটি।
শুক্রবার (৫ আগস্ট) সকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন কমিটির নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতাসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদ এবং চুয়েটের সকল ছাত্রলীগের শহীদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সভাপতি প্রকৌশলী আমিরুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক প্রকৌশলী আজিজ মিসির সেলিমসহ অনেকে।
আরও উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য, সহ-সভাপতি, যুগ্ম- সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলী ও কার্যকারী সদস্যরা।
গত ২১ মে চুয়েট ছাত্রলীগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটির আহ্বায়ক মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির উপদেষ্টা রয়েছেন ২১ জন।