যুক্তরাষ্ট্রে এক দিনে এক হাজার পাঁচশ ফ্লাইট বাতিল করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে শুক্রবার (৫ আগস্ট) দ্বিতীয় দিনের মতো এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার দেশটির পূর্ব উপকূলে ব্যাপক বর্জপাত হয়। এরপরই মূলত বিভিন্ন কোম্পানি ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিতে থাকে। খবর সিএনএনের।
ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইট অ্যাওয়ারের হিসাব অনুযায়ী, শুক্রবার এক হাজার পাঁচশ’র বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ওয়াশিংটনের বাইরে নিউইয়র্কের লাগুরাডিয়া, নিউওয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল ও রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়েছে।
তাছাড়া বৃহস্পতিবার দেশজুড়ে এক হাজার ২৪৮টি ফ্লাইট বাতিল কার হয়, যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। এসময় সাউথওয়েস্ট এয়ারলাইনসের ৩৭০টি বা ৯ শতাংশ ফ্লাইট বাতিল হয়েছে। এয়ারলাইনসটির আরও এক হাজার ৮০০ বা ৪৬ শতাংশ ফ্লাইট দেরিতে ছেড়েছে।
সাউথ ওয়েস্ট এয়ারলাইন্স শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, আমরা আবহাওয়া-সম্পর্কিত বিভিন্ন চ্যালেঞ্জের মধ্য দিয়ে কাজ করছি, যা এই সপ্তাহে সারা দেশে আমাদের অনেক বড় অপারেশনকে প্রভাবিত করছে।
ফ্লাইট অ্যাওয়ারের দেওয়া সর্বশেষ হিসাব অনুযায়ী, বজ্রপাত ও খারাপ আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রজুড়ে গতকাল ৭ হাজার ৭০০-এর বেশি ফ্লাইট দেরিতে ছেড়েছে।