শনিবার , ৬ আগস্ট ২০২২ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

রেলক্রসিংয়ে দোকান, ছয় ব্যবসায়ীকে জরিমানা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
আগস্ট ৬, ২০২২ ১:১০ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে রেলক্রসিংয়ে দোকান করার অভিযোগে ছয় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৬ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন অভিযান পরিচালনা করে জরিমানা করেন।

পাশাপাশি সড়কের দুই ধারে গাছের গুঁড়ি স্তূপ করে রেখে যানবাহন ও মানুষের চলাচলে অসুবিধা সৃষ্টি করায় উপজেলার অলিবেকারির খাজা সমিল-এর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

ইউএনও মোহাম্মদ মামুন বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বুড়িপুকুর পাড়ে রেলক্রসিং ও রেল লাইনের দু পাশে বসা অস্থায়ী ভাসমান দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। এসময় স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯-এ ছয় ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

এছাড়া সড়কের ধারে গাছের গুঁড়ি রেখে জনদূর্ভোগ সৃষ্টি করায় অলিবেকারি এলাকায় খাজা সমিলের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। তাদের দ্রুত গাছের গুঁড়ির স্তূপ সড়ক থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে।

     

    সর্বশেষ - আইন-আদালত