টাঙ্গাইলের দেলদুয়ারে বেল্ট গলায় লাগিয়ে খেলার সময় আব্দুল্লাহ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের বারপাখিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আব্দুল্লাহ ওই গ্রামের আব্দুর রহিম শিকদারের ছেলে। পরিবার জানায়, সন্ধ্যায় আব্দুল্লাহ কোমরের বেল্ট গলায় লাগিয়ে খেলছিল। হঠাৎ বেল্টটি গলায় আটকে গিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। দ্রুত গলার বেল্ট খুলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদা শারমিন জানান, শিশুটির গলার চারপাশে জখমের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে বেল্টের মতো চওড়া কোনো কিছুতে ফাঁস লেগে দম বন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়েছে।