মানববন্ধনে বক্তারা বলেন, সরকার কৃষি উপকরণের মূল্য ৪০ থেকে ৫০ শতাংশ বৃদ্ধি করেছে। এতে করে কৃষকসহ সকল শ্রেণি পেশার মানুষের ওপর বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে।
এ সময় বক্তব্য রাখেন জেলা কৃষক সমিতির সভাপতি ডা. এনামুল হক ইদ্রিস, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুর রহমান রুমী ও সাবেক সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা নূরুল হক ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা ডা. আজিজুল ইসলাম, ডা. মো. হাবিল প্রমুখ।সঞ্চালনা করেন জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল নান্দু।