মঙ্গলবার , ৯ আগস্ট ২০২২ | ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

জ্বালানি তেল ও সারের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
আগস্ট ৯, ২০২২ ১:১৩ অপরাহ্ণ

সার ও ডিজেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা কৃষক সমিতি। মঙ্গলবার দুপুরে শহরের গৌরাঙ্গ বাজারস্থ জেলা কমিউনিস্ট পার্টি কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার কৃষি উপকরণের মূল্য ৪০ থেকে ৫০ শতাংশ বৃদ্ধি করেছে। এতে করে কৃষকসহ সকল শ্রেণি পেশার মানুষের ওপর বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে।

এ সময় বক্তব্য রাখেন জেলা কৃষক সমিতির সভাপতি ডা. এনামুল হক ইদ্রিস, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুর রহমান রুমী ও সাবেক সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা নূরুল হক ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা ডা. আজিজুল ইসলাম, ডা. মো. হাবিল প্রমুখ।সঞ্চালনা করেন জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল নান্দু।

 

 

 

সর্বশেষ - আইন-আদালত