ইউক্রেনকে আরও মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের দেওয়া ওই রকেট লঞ্চার ৮০ কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এ ব্যাপারে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেন, নতুন অস্ত্রের মাধ্যমে রাশিয়ার ভারি কামানের বিরুদ্ধে আত্মরক্ষা করতে পারবে ইউক্রেন।
ওয়ালেস এক বিবৃতিতে বলেন, সামরিক সহায়তার এই সর্বশেষ ধাপটি ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে রাশিয়ার দূরপাল্লার কামানের নির্বিচার ব্যবহার থেকে রক্ষা করতে পারবে।
তিনি আরও বলেন, আমাদের অব্যাহত সমর্থনের বার্তা পরিষ্কার। ব্রিটেন ও আন্তর্জাতিক সম্প্রদায় এই অবৈধ যুদ্ধের বিরুদ্ধে। আর পুতিনের আগ্রাসন ঠেকাতে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে মিত্র দেশগুলো কাঁধে-কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে।