গাজীপুরের কালিয়াকৈরে শুক্রবার বিকেলে ওয়ার্ড ভিত্তিক গ্রামীণ ফুটবল কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বড়ইবাড়ি তরুণ সমাজের উদ্যোগে বড়ইবাড়ি আদর্শ ডিগ্ৰি কলেজ মাঠে এ গ্ৰামীণ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্টে বিভিন্ন জেলা ও উপজেলার ১৬টি দল অংশ গ্ৰহণ করে। প্রতি দলের তিন রাউন্ড করে মোট ৩০টি ম্যাচ শেষে শুক্রবার বিকেলে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় বড়গোবিন্দাপুর একাদশকে ৩-০ গোলে পরাজিত করে পিপড়াসিট একাদশ জয় লাভ করে।
আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সাগর আহম্মেদ রিপন, ফজলুল হক, সাইদুর খাঁন, জাবেদ খাঁন, শোভন খাঁন, জামিল সরকার, কৌশিক আহম্মেদ, মাসুদ রানা, হৃদয় হোসেন, রানা সরকার, ইকরামুল খাঁনসহ আরো অনেকে। পরে আয়োজকরা বিজয়ী ও পরাজিত দুটি দলের মাঝে পৃথক দুটি পুরস্কার তোলে দেন।