শুক্রবার , ১২ আগস্ট ২০২২ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

তেল নিয়ে মাঠ গরম করার কিছু নেই: তথ্যমন্ত্রী

প্রতিবেদক
নিউজ ডেস্ক
আগস্ট ১২, ২০২২ ৪:৪৫ পূর্বাহ্ণ

জ্বালানি তেল নিয়ে মাঠ গরম করার কিছু নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় এই তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, জ্বালানি তেলের মূল্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর ৭০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বেড়েছে। জ্বালানি তেলের দাম ভারতে আরও অনেক আগে বেড়েছে। আমরা আমাদের দাম ভারতের পর্যায়ে নিয়ে গেছি।

তিনি বলেন, আমরা তেলের দাম ভারতের সমপরিমাণ করছি। ভারতের অর্থনীতি কি আমাদের চেয়ে ভঙ্গুর? ভারতের অর্থনীতি আমাদের চেয়ে অনেক শক্ত। তারপরও তারা কয়েকদিন আগে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে। গত তিন মাসে প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকা জ্বালানি খাতে ভর্তুকি দিয়েছি। সেটি পোষানোর জন্যই তেলের দাম বৃদ্ধি করা হয়েছে।

হাছান মাহমুদ বলেন, বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমবে তখন আমরা এটি কমিয়ে আনবো। এটি নিয়ে মাঠ গরম করার কিছু নেই। এর আগে করোনা টিকা নিয়ের একটি মহল বিভ্রান্তি ছড়িয়েছে। আবার তারা নিজেরাই করোনার টিকা নিয়েছে। এখন আবার তেল নিয়ে বিভ্রান্তি ছাড়ানোর চেষ্টা করছে। যেন জনগণকে বিভ্রান্ত করতে না পারে, সেজন্য আমাদের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। পাশাপাশি তাদের সচেতনও করতে হবে।

এসময় মন্ত্রী আরও বলেন, আইএমএফের রিপোর্ট অনুযায়ী করোনাকালে ২০২০ সালের তূলনায় ২০২১ সালে আমাদের ১ শতাংশ দারিদ্রতা কমেছে। কিন্তু তথাকথিত বুদ্ধিজীবীরা বলেছিল করোনায় দারিদ্রতা বাড়বে সেখানে উল্টো কমেছে। আইএমএফের আরেকটি রিপোর্ট বলছে মাথাপিছু আয়ে আমরা ভারতকেও ছাড়িয়ে গেছি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, শোকের মাস শেষে সেপ্টেম্বরে আমরা মাঠে নামবো। কোনো দুষ্কৃতিকারী যেনো সাধারণ মানুষের ক্ষতি করতে না পারে সেজন্য রাজপথ আমরা দখলে রাখবো। বিএনপি নামধারী কোনো দুষ্কৃতকারীদের রাজপথ ইজারা দেওয়া হয়নি।

 

 

সর্বশেষ - আইন-আদালত