পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ডলার বা ইউরো কেনার ক্ষমতা হারিয়ে ফেলেছে রাশিয়া। আর এ কারণে দেশটি চীন, ভারত ও তুরস্কের মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলোর মুদ্রা কেনার কথা বিবেচনা করছে। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক শুক্রবার এ তথ্য জানিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, তারা ফ্রি-ফ্লোটিং রুবল বিনিময় হারের নীতিতে সম্পৃক্ত আছে। কিন্তু তেল থেকে আসা অতিরিক্তি রাজস্ব আপৎকালীন তহবিলে রাখার জন্য বাজেটের নিয়ম পুনর্বহাল করা গুরুত্বপূর্ণ।
২০২৩-২০২৫ আর্থিক নীতির প্রতিবেদনে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো বিবেচনায় নিয়ে, কীভাবে আর্থিক নিয়মে ফিরে আসা এবং জাতীয় সম্পদ তহবিল (এনডব্লিউএফ) পুনরায় পূরণ করা যায় সে সম্পর্কে বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করা হচ্ছে।
এক বিবৃতিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ‘রাশিয়ার অর্থ মন্ত্রণালয় বন্ধুত্বপূর্ণ দেশের মুদ্রায় (ইউয়ান, রুপি, তুর্কি লিরা ও অন্যান্য) এনডব্লিউএফ এর পুনঃপূরণ/ব্যয় করার জন্য বাজেট নিয়ম পদ্ধতির একটি কার্যকরী প্রক্রিয়া বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে কাজ করছে।’
এর আগে বাজেট নীতি অনুযায়ী, রাশিয়া এনডব্লিউএফ এর জন্য অন্য মুদ্রা নয় বরং ডলার ও ইউরো কিনতো। চলতি বছরের গোড়ার দিকে ইউক্রেন যুদ্ধ শুরুর পর রুবলের বাজার দরে অস্থিরতা শুরু হলে আন্তর্জাতিক মুদ্রাবাজার থেকে ডলার কেনা বন্ধ করে দেয় রাশিয়া।