জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, ‘সমমনা রাজনৈতিক দল, মূলধারার ইসলামিক শক্তি, গণতন্ত্রকামী সুশীল সমাজ এবং প্রতিবাদী ছাত্র, শ্রমিক, জনতাকে সঙ্গে নিয়ে রাজপথ দখলের প্রস্তুতি নিচ্ছে এনডিএম।’
শুক্রবার (১২ আগস্ট) বিকেলে এনডিএমের কুমিল্লা জেলা দক্ষিণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কুমিল্লা রোটারি ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ।
ববি হাজ্জাজ বলেছেন, ‘জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, নিত্যপণ্য ও শিশুখাদ্যের দামের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং অবাধ সভা-সমাবেশের নিশ্চয়তার দাবিতে আগামী শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আমরা আরেকটি বিক্ষোভ সমাবেশ করব। ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে সরকারকে বুঝিয়ে দেবো, জনতা এখনো জেগে আছে৷ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মতো কোনো নাটক আগামী জাতীয় নির্বাচনে হতে দেওয়া হবে না।’
এর আগে ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন এনডিএমের সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা। সম্মেলন শেষে কুমিল্লা জেলা দক্ষিণের নতুন কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন এনডিএমের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কুমিল্লা সদর দক্ষিণ, তিতাস, চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, বুড়িচং উপজেলা কমিটির নেতাকর্মীরা।