গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে টঙ্গীর নতুনবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করেন টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন- টঙ্গীর ব্যাংক মাঠ এলাকার শরিফের ছেলে আল আমিন (২৬), এরশাদনগর এলাকার জাকিরের ছেলে স্বাধীন (২৬), গাজীপুরা এলাকার মিলন খানের ছেলে আকাশ খান (২২), নতুনবাজারের আনোয়ার হোসেনের ছেলে মনির হোসেন (২২) ও বাদশা (১৪)।
পুলিশ জানায়, শুক্রবার রাতে টঙ্গীর নতুনবাজার এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি সুইচ গিয়ার ও চারটি ধারালো ছোরা জব্দ করা হয়।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাসুদ বলেন, মামলা দায়ের শেষে গাজীপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।