বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে শনিবার (১৩ আগস্ট) রাত থেকে পটুয়াখালীতে বৃষ্টি হচ্ছে। পাশাপাশি বাড়ছে বাতাসের গতিও।
সাগর উত্তাল থাকায় পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয় যেতে বলেছে আবহাওয়া অফিস। সব ধরনের মাছধরার ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
বৃষ্টির কারণে শ্রমজীবী মানুষরা অনেকটা বিপাকে পড়েছেন। জরুরি প্রয়োজন ছাড়া তেমন কাউকে রাস্তায় বের হতে দেখা যায়নি। জেলার স্কুল কলেজগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতও অনেকটা কম।
পটুয়াখালী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জাগো নিউজকে জানান, রোববার সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ২৫.২ মিলিমিটার বৃষ্টি পাত রেকর্ড হয়েছে। শনিবার দুপুর ১২টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪৪.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে গত এক সপ্তাহ ধরে কয়েক দফা জোয়ারের পানিতে জেলার অর্ধশতাধিক গ্রামসহ প্লাবিত হয়েছে।