বৃহস্পতিবার , ১৮ আগস্ট ২০২২ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
আগস্ট ১৮, ২০২২ ১:৪৬ অপরাহ্ণ

ঢালারচর-রাজশাহী রেলপথে পাবনার সাঁথিয়ায় ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ৮টার দিকে সাঁথিয়া উপজেলার রঘুরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম তুষার সরদার (২৫)। তিনি পাবনার সুজানগর উপজেলার চরবোয়ালিয়া গ্রামের মৃত ওমর সরদারের ছেলে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মিহির রঞ্জন দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সকাল ৮টার দিকে তুষার সরদার মোটরসাইকেলযোগে নিজ বাড়ি চরবোয়ালিয়া থেকে সাঁথিয়ার উদ্দেশ্যে রওনা দেন। তিনি যখন সাঁথিয়া উপজেলার রঘুরামপুর এলাকায় পৌঁছান তখন রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি আসছিল। তিনি এ সময় রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। রেললাইনে ট্রেনের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিহির রঞ্জন দেব জানান, পরিবারের কোনো দাবি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

সর্বশেষ - দেশজুড়ে