শুক্রবার , ১৯ আগস্ট ২০২২ | ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

পারমাণবিক কেন্দ্রের ক্ষতি আত্মহত্যার শামিল: জাতিসংঘ মহাসচিব

প্রতিবেদক
নিউজ ডেস্ক
আগস্ট ১৯, ২০২২ ৬:১৯ পূর্বাহ্ণ

ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের পাশে ইউক্রেনীয় ও রুশ সৈন্যদের মধ্যকার লড়াইয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের কাছে লড়াইয়ের বিষয়ে তিনি ‘গুরুতর উদ্বিগ্ন’।

সেখানে যেকোনো সম্ভাব্য ক্ষতিকে আত্মহত্যার শামিল হিসেবেও বর্ণনা করেছেন তিনি।

বিবিসি জানিয়েছে, জাতিসংঘ মহাসচিব ইউক্রেনের লভিভে শহরে গিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেছেন।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরুর পর জেলেনস্কির সঙ্গে এই প্রথম বৈঠক করলেন জাতিসংঘ প্রধান। ইউক্রেনে রুশ হামলা শুরুর পর এরদোয়ানও সে দেশে এটি প্রথম সফর।

জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রে আরেকটি চেরনোবিল বিপর্যয়ের বিপদ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট।

রাশিয়ার প্রতি পারমাণবিক কেন্দ্রের অঞ্চলকে নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব, তুর্কি প্রেসিডেন্ট এবং ভলোদিমির জেলেনস্কি।

অন্যদিকে রাশিয়ার অভিযোগ, ইউক্রেনের হামলাই পারমাণবিক কেন্দ্রকে হুমকিতে ফেলছে।

চলতি বছরের মার্চে জাপোরিঝিয়ায় হামলা চালায় রুশ সেনারা। ইউক্রেন সে সময় দাবি করে, রুশ গোলার আঘাতে বিদ্যুৎকেন্দ্রটিতে আগুন ধরে যায়।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা ওই সময় জানিয়েছিলেন, ওই কেন্দ্রের চুল্লি গলে গেলে চেরনোবিলের থেকে ১০ গুণ বেশি ভয়াবহ হতে পারে।
সূত্র: বিবিসি।

সর্বশেষ - আইন-আদালত