শুক্রবার , ১৯ আগস্ট ২০২২ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

‘সব দায়িত্ব শেষ করেছে ব্ল্যাক সি ফ্লিট, পাচ্ছে ১২টি জাহাজ’

প্রতিবেদক
নিউজ ডেস্ক
আগস্ট ১৯, ২০২২ ১:৩১ অপরাহ্ণ

ক্রিমিয়ায় অবস্থিত রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের সদ্য নিয়োগপ্রাপ্ত কমান্ডার ভিক্টর সোকোলভ বলেছেন, ব্ল্যাক সি ফ্লিট বিশেষ সামরিক অভিযানে অংশগ্রহণ করেছে এবং সফলভাবে সব দায়িত্ব পালন করেছে।

রাশিয়ার সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স  শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভিক্টর সোকোলভ বলেন, ব্ল্যাক সি ফ্লিট আকাশ ও স্থলভিত্তিক বাহনের পাশাপাশি নতুন ১২টি জাহাজ পেতে যাচ্ছে।

এর আগে বুধবার রুশ সংবাদমাধ্যম আরআইএ জানিয়েছিল ব্ল্যাক সি ফ্লিটের নেতৃত্বে পরিবর্তন এনেছে রাশিয়া।  ইগর ওসিপভ বদলে ভিক্টর সোকোলভ ব্ল্যাক সি ফ্লিটের নতুন কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছিল আরআইএ।

২০১৯ সাল থেকে ইগর ওসিপভ ব্ল্যাক সি ফ্লিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ব্ল্যাক সি ফ্লিটে ধারাবাহিক বিপর্যয়ের পর তাকে সরিয়ে দেওয়া হয়।

এক সপ্তাহ আগে, ক্রিমিয়ার একটি বিমানঘাঁটিতে বিস্ফোরণে বহরের একটি এয়ার রেজিমেন্টের বেশিরভাগই ধ্বংস হয়ে যায়। এছাড়া এপ্রিলে ব্ল্যাক সি ফ্লিটের ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ মস্কভা মিসাইল ক্রুজার ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ডুবে যায়।
 

facebook sharing button

সর্বশেষ - আইন-আদালত