শনিবার , ২০ আগস্ট ২০২২ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

পার্থ বলির পাঁঠা, বললেন পশ্চিমবঙ্গের বাম সাংসদ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
আগস্ট ২০, ২০২২ ১:৪২ অপরাহ্ণ

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলির পাঁঠা হয়েছেন বলে মন্তব্য করলেন সিপিএম নেতা পার্লামেন্ট সদস্য আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। বিকাশরঞ্জনের দাবি, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়ই পদচ্যুত মন্ত্রী পার্থ দুর্নীতি-অনিয়ম করেছেন।

গত শুক্রবার আনন্দবাজার অনলাইনে ‘অজানা কথা’য় দেওয়া সাক্ষাত্কারে বিকাশরঞ্জন বলেন, ‘আমার লড়াই পার্থের বিরুদ্ধে নয়। এটা কাকতালীয়।

সামগ্রিক লড়াইটা হয়েছে দুর্নীতির বিরুদ্ধে। পার্থ সেখানে একটা বলির পাঁঠা হয়ে গেছেন। এই দুর্নীতির (শিক্ষক নিয়োগ) তদন্ত আরো এগিয়ে যাক। পার্থর সততা যদি আদৌ থেকে থাকে এবং তদন্তের মুখোমুখি হন, তাহলে সত্য বলে দেবেন। ’বিকাশরঞ্জনের দাবি, তাঁদের কাছে তথ্য আছে নিয়োগসংক্রান্ত কমিটি গঠন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি নিজেই ভোটের আগে এমন দুর্নীতিগ্রস্ত নিয়োগপ্রক্রিয়া চালু করেছেন। চাকরির বিনিময়ে যে টাকা সংগ্রহ করা হয়েছে, তা পার্থর একার নয়। তিনি ছিলেন তৃণমূলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা। এমন কোনো কাজ পার্থ মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া করতে পারেন না। ’

বিকাশরঞ্জনের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল তৃণমূলের মুখপাত্র তাপস রায়ের সঙ্গে। তিনি বলেন, ‘সিপিএমের এই ধরনের কথাবার্তার জন্যই পশ্চিমবঙ্গ থেকে তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। এ ধরনের কথা ওঁরা (সিপিএম নেতারা) যত বলবেন, ততই বাংলার মাটি থেকে মুছে যাবেন। ’ সূত্র : আনন্দবাজার পত্রিকা

সর্বশেষ - আইন-আদালত