রবিবার , ২১ আগস্ট ২০২২ | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

আবারও পুরস্কার জিতলো নুহাশ হুমায়ূনের ‘মশারি’

প্রতিবেদক
নিউজ ডেস্ক
আগস্ট ২১, ২০২২ ৬:৪৯ পূর্বাহ্ণ

আবারও পুরস্কার জিতেছে নুহাশ হুমায়ূন পরিচালিত ভৌতিক ঘরানার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’। এবার ‘অস্কার কোয়ালিফাইং’ চলচ্চিত্র উৎসব ‘হলিশর্টস ফিল্ম ফেস্টিভ্যালে’ ‘শ্রেষ্ঠ ভৌতিক’ পুরস্কার জিতেছে এ চলচ্চিত্রটি।

নির্মাতা নুহাশ হুমায়ূন তার ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন তথ্য জানিয়েছেন। রোববার (২১ আগস্ট) সকালে দেওয়া ওই পোস্টে পুরস্কার হাতে নিজের ছবিও দিয়েছেন তিনি।

পোস্টে নুহাশ হুমায়ূন লেখেন, ‘অস্কার কোয়ালিফাইং চলচ্চিত্র উৎসব হলিশর্টস ফিল্ম ফেস্টিভ্যালে মশারি শ্রেষ্ঠ ভৌতিক ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে। পুরো প্রতিযোগিতায় শ্রেষ্ঠ আট চলচ্চিত্রে স্থান করে নিয়েছে।’

এর আগে ‘অস্কার কোয়ালিফাইং’ চলচ্চিত্র উৎসব ‘আটলান্টা ফিল্ম ফেস্টিভ্যালে’ ন্যারেটিভ শর্ট বিভাগে গ্র্যান্ড জুরি পুরস্কার জেতে ‘মশারি’। গত জুলাইয়ে দক্ষিণ কোরিয়ার বুচেন আন্তর্জাতিক ফ্যান্টাসটিক ফিল্ম ফেস্টিভালেও ‘মশারি’ পুরস্কৃত হয়। এ উৎসবে জুরি পুরস্কার ‘বুচেন চয়েস’ জেতে ‘মশারি’। এছাড়া ‘সাউথ বাই সাউথ-ওয়েস্ট চলচ্চিত্র উৎসব’-এ স্বল্পদৈঘ্য এ চলচ্চিত্রটি পুরস্কৃত হয়েছে।

jagonews24

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের প্রধান শহর অস্টিনে ‘ইন্ডিমিম ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ছবিটি প্রশংসিত হয়। গত ২৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভারতীয় চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয় ‘মশারি’।

‘মশারি’ ছবিটি চলতি বছর মার্চে মুক্তি পায়। এতে অভিনয় করেন ‘ন ডরাই’ সিনেমার অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ও হুমায়ূন আহমেদের নাতনি নাইরা।

সিনেমার গল্পে দেখা যায়, বিশ্ব রক্তপিপাসু মশা দিয়ে ভরে গেছে। শেষ মানুষ হিসেবে দুজন নারী বাংলাদেশে বেঁচে থাকেন। তারা অজানা আতঙ্কে মশারির নিচে রাত পার করতে থাকে। এ নতুন পৃথিবীতে বেঁচে থাকার জন্য দুই বোন অপু (সুনেরাহ) ও আয়রা (নাইরা) লড়াই করে। এক রাতে, আয়রা মশারি ঠিক করতে বাইরে বের হয়, অপুকেও উঠতে হয় সেসময়। তখন তারা একসঙ্গে ভূতের মুখোমুখি হয়।

 

 

সর্বশেষ - আইন-আদালত