রবিবার , ২১ আগস্ট ২০২২ | ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ঢাকা কলেজের শিক্ষার্থীকে মারধর, ১০ বাস আটক

প্রতিবেদক
নিউজ ডেস্ক
আগস্ট ২১, ২০২২ ১০:৫৯ পূর্বাহ্ণ

বাসে হাফ ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জের ধরে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে বিকাশ পরিবহনের ১০টি বাস আটক করেছেন ওই কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (২০ আগস্ট) সকাল থেকেই কিছু শিক্ষার্থী ঢাকা কলেজের গেটে অবস্থান নেন। তারা বিকাশ পরিবহনের বাস আসার সঙ্গে সঙ্গে সেগুলোকে আটক করে কলেজের পাশে নায়েমের গলিতে নিয়ে যান।

ভুক্তভোগী তৌহিদুল ইসলাম ঢাকা কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বলেছেন, ‘গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিজয় সরণি থকে উত্তরায় যাচ্ছিলাম। তখন আমি হাফ ভাড়া দিতে চাইলে তারা নিতে অস্বীকৃতি জানান। বিকাশ পরিবহনের বাসের হেল্পার দিগুণ ভাড়া দাবি করেন। একপর্যায়ে হেলপারের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে বাসের হেল্পার ফোন দিয়ে বিকাশ পরিবহনের স্টাফদের ডাকেন। বনানী স্টেশনে আসার সঙ্গে সঙ্গে চার-পাঁচ জন বাসে উঠে আমার ওপর হামলা করেন এবং প্রাণনাশের হুমকি দেন।’

ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রেজা খান রাইজিংবিডিকে বলেন, ‘শিক্ষার্থীদের হাফ পাস নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা করে বিকাশ পরিবহন। এরা অল্পতেই ছাত্রদের সাথে খারাপ ব্যবহার করে। বর্তমানে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ওরা হাফ ভাড়া নিয়ে টালবাহানা করছে।’

মিরপুর রোডে নিয়মিত যাতায়াত করা ঢাকা কলেজের আরেক শিক্ষার্থী বলেন, ‘বিকাশ পরিবহনের স্টাফদের ব্যবহার অনেক খারাপ। ওরা ছাত্রদের সম্পর্কে বাজে মন্তব্য করে। সরকার ও মালিকপক্ষের কাছে দাবি করছি এ সমস্যা সমাধান করার জন্য।’

বাস আটকের ব্যাপারে জানতে চাইলে ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ টি এম মইনুল হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘বাসমালিক ও পুলিশ প্রশাসনের সাথে কলেজ কর্তৃপক্ষ বসে ব্যাপারটি সমাধান করা হয়েছে। বাসের হেল্পার ও সুপারভাইজারদের সঙ্গে আমাদের শিক্ষার্থীদের হাতাহাতি হয়েছে। শিক্ষার্থীরা কিছু বাস আটক করেছে। তবে, বাসের কোনো ক্ষতি করেনি। বাসমালিক ও সংশ্লিষ্ট সবাইকে বলা হয়েছে ছাত্রদের সাথে ভালো ব্যবহার এবং হাফ পাস নিশ্চিত করতে।’

 

সর্বশেষ - সারাদেশ