বাগেরহাটের মোংলায় বসতবাড়ি থেকে সাড়ে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ। রোববার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে করমজলের গভীর বনে সাপটি অবমুক্ত করা হয়।
সুন্দরবন পূর্ব বনবিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উপজেলার চিলা ইউনিয়নের উলুকাটা গ্রামের সোহাগ শেখের বসতবাড়িতে ভোর ৬টার দিকে অজগর সাপ ঢুকে পড়ে। তারা সাপটি একটি জালের সাহায্যে আটকে রেখে আমাদের জানায়। সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থল গিয়ে সাপটি উদ্ধার করি। বেলা ১১টার দিকে করমজল নিয়ে গভীর বনে অবমুক্ত করে দিয়েছি। সাড়ে ১০ ফুট লম্বা এ সাপের বয়স প্রায় ১২ বছর আর ওজন ২০ কেজি।
আজাদ কবির আরও বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে ২১ আগস্ট পর্যন্ত লোকালয়ের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হওয়া দুটি হরিণ, দুটি কোবরা সাপ, দুটি কুমির, তিনটি অজগর সাপ, একটি তক্ষক ও একটি কচ্ছপ করমজলের বনে অবমুক্ত করা হয়েছে।