ইসলামাবাদ হাইকোর্ট দায়রা আদালতের বিচারক জেবা চৌধুরীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার জন্য পিটিআই চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে অবমাননার শুনানির সিদ্ধান্ত নিয়েছে সোমবার।
দলের কারাবন্দি নেতা শাহবাজ গিলের রিমান্ড চেয়ে সরকারের করা আবেদনের শুনানির সময় বিচারপতি আমির ফারুক এই সিদ্ধান্ত দেন।
শনিবার ইসলামাবাদে এক সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রাজধানীর পুলিশ মহাপরিদর্শক এবং উপ-মহাপরিদর্শকের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছিলেন। এছাড়া ইমরান তার দলের প্রতি ‘পক্ষপাতদুষ্ট’ মনোভাবের বিরুদ্ধে বিচার বিভাগকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, তাদের পরিণতির জন্য প্রস্তুত হওয়া উচিত।
ইমরান অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেবা চৌধুরীকেও সতর্ক করে দেন। জেবা রাজধানীর পুলিশের আবেদনে ইমরানের সহযোগী শাহবাজ গিলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।শেহবাজ গিলকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গত সপ্তাহে গ্রেপ্তার করা হয়।
সোমবারই এর আগে ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খানকে সন্ত্রাসবাদ আইনের মামলায় ২৫ আগস্ট পর্যন্ত সুরক্ষামূলক জামিন দিয়েছে।
শনিবার জনসভায় ইমরান নারী বিচারক এবং জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়। এর পরদিন রবিবার রাতে ওই মামলা করা হয়েছিল। সূত্র: দ্য ডন