মঙ্গলবার , ২৩ আগস্ট ২০২২ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

হাইকোর্টে ফেনী যুবদল সভাপতিসহ ১৪ নেতার আগাম জামিন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
আগস্ট ২৩, ২০২২ ১:১২ অপরাহ্ণ

ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় করা মামলায় ফেনী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. বেলাল হোসেন ওরফে ভিপি বেলালসহ ছাত্রদলের ১৪ নেতার আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৩ আগস্ট) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে এদিন আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তার সঙ্গে ছিলেন সৈয়দ নুরে আলম সিদ্দিকী সোহাগ, আব্দুল্লাহিল মারুফ ফাহিম ও মো. মোসাদ্দেক বিল্লাহ।

আইনজীবী সৈয়দ নুরে আলম সিদ্দিকী জাগো নিউজকে বলেন, ‘গত ১২ আগস্ট বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফেনী জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগ, পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ফেনী সদর থানায় মামলা হয়।’

তিনি বলেন, ‘এ মামলায় ফেনী জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ২৪ নেতার নাম উল্লেখ করে মামলা হয়। মামলায় অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়। এ মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আসামিদের ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন। এসময়ের মধ্যে তাদেরকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।’

 

     

    সর্বশেষ - দেশজুড়ে