টিম বাংলাদেশ এখন দুবাইতে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টা নাগাদ দুবাই পৌঁছেছে জাতীয় দলের বহর।
বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম এ তথ্য নিশ্চিত করেছেন।
রাবিদ জাগো নিউজকে জানান , বিমানের ফ্লাইট সিডিউল ঠিক ছিল। বাংলাদেশ দল যথাসময়েই দুবাই পৌঁছে হোটেলে চেকইন করেছে। রাবিদ ইমাম দুবাই বিমান বন্দরে টাইগারদের অবতরনের ভিডিও পাঠিয়েছেন।
এদিকে পেসার তাসকিন আহমেদ আর ওপেনিং ব্যাটার এনামুল হক বিজয় কাল বাংলাদেশ দলের সফরসঙ্গী হতে পারেননি। ভিসা জটিলতায় তাদের যাওয়া হয়নি। ভিসা পেলে আজকালের ভেতর তারা দুজন দুবাই চলে যাবেন।
প্রসঙ্গত, হেড কোচ রাসেল ডোমিঙ্গো ছাড়া বাংলাদেশ দলের সব বিদেশী কোচ এখন দুবাইতে। নতুন টেকনিক্যাল অ্যাডভাইজার শ্রীধরন শ্রীরাম আছে দলের সাথে। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও মঙ্গলবার একই ফ্লাইটে দুবাই গেছেন। দলের সঙ্গে আরও যাবেন নির্বাচক হাবিবুল বাশার। জানা গেছে, তিনি আগামীকাল বৃহস্পতিবার দুবাই যাবেন।