জ্বালানি তেল, সার, খাদ্যসহ নিত্যপণ্যের দাম, পরিবহন ভাড়া কমানোর দাবি এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে অর্ধদিবস হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট।
এ সময় বাম গণতান্ত্রিক জোটের নেতাদের ওপর পুলিশ হামলা হয়েছে। দিনাজপুর ও নাটোরে এই হামলা করা হয়। দিনাজপুর থেকে একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর পল্টন মোড়ে হরতাল পালনকালে এ তথ্য জানান বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন।
তিনি জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধিসহ গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট হরতাল ডেকেছে। আমরা সারাদেশে অর্ধদিবস দিবস হরতাল পালন করছি। এজন্য সড়কে অবস্থান নিয়েছে নেতাকর্মীরা। আমাদের এই হরতালে জনগণের সমর্থন রয়েছে।
তিনি বলেন, সারাদেশে আমাদের নেতাকর্মীরা হরতাল পালন করছে। আমরা জেনেছি হরতাল করতে গিয়ে বাম গণতান্ত্রিক জোটের নেতাদের ওপর পুলিশ হামলা করেছে দিনাজপুর ও নাটোরে। এতে দিনাজপুরে একজনকে আটক করেছে পুলিশ।