বাহরাইনে সড়ক দুর্ঘটনায় মো. শাখাওয়াত হোসেন (৩৪) নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (২৪ আগস্ট) স্থানীয় সময় রাতে ৩টার দিকে বাহরাইনের আড়ৎ হাইওয়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শাখাওয়াত হোসেন কুমিল্লার নাঙ্গলকোট ইউনিয়নের পেড়িয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। তিনি দেশটির তালাবাত ফুডডেলিভারি কোম্পানিতে চাকরি করতেন।
নিহতের মামাতো ভাই আবদুল মান্নান জাগো নিউজকে জানান, বুধবার রাত ৩টার দিকে আড়ৎ এলাকায় মোটরসাইকেল যোগে ফুড ডেলিভারি দিতে লিংক রোড থেকে হাইওয়ে ওঠার সময়ে পিছন থেকে একটি ল্যান্ডক্রুজার তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে বাহরাইন পুলিশ মরদেহ মর্গে নিয়ে যায়।
নিহতের স্ত্রী রেজিয়া আক্তার জানান, ১০ বছর ধরে প্রবাস জীবন অতিবাহিত করেছেন শাখাওয়াত হোসেন। আমার একটাই চাওয়া যেন শাখাওয়াতের মরদেহ দেশে পাঠাতে সহায়তা করেন।