মাদারীপুরের কালকিনিতে চলন্ত অটোভ্যান উল্টে হাফিজুর রহমান (১৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে। এ সময় অপর এক যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কালকিনি পৌর এলাকার পশ্চিম শিকারমঙ্গল গ্রামের সরদারবাড়ির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফিজুর উপজেলার সিডিখান এলাকার দক্ষিণ সিডিখান গ্রামের হাফেজ বজলুর রহমানের ছেলে। অপর আহত যাত্রী আল মামুন সরদার (৪০) বাঁশগাড়ি এলাকার দক্ষিণ বাঁশগাড়ি গ্রামের মালেক সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চালক হাফিজুর একজন যাত্রী নিয়ে রাস্তার মোড় ঘোরার সময় ইঞ্জিতচালিত ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় চালক ও যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক ভ্যানচালক হাফিজুরকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ভ্যানচালকের লাশ কালকিনি থানাপুলিশের হেফাজতে আছে।