সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের উদ্যোগে নতুন ঘর পেলেন বন্যায় ক্ষতিগ্রস্ত এক বিধবা।
শুক্রবার (২৬ আগস্ট) সিলেটের ওসমানীনগর উপজলায় ওই বিধবার জন্য তৈরি করা ঘর উদ্বোধন করেন ব্যারিস্টার সুমন। এ সময় স্থানীয় লোকজন তার সঙ্গে ছিলেন।
ওই ঘর উদ্বোধনের আগে ও উদ্বোধনকালে ফেসবুক লাইভে আসেন ব্যারিস্টার সুমন। তিনি বলেন, যথারিতি আজ দুটো জিনিস করতে যাচ্ছি। এর মধ্যে সকালে বিধবা মায়ের একটি ঘর উদ্বোধন করবো, আপনাদের টাকায় যা তৈরি করেছিলাম। আর বিকেলে নিজের টাকায় তৈরি করা একটি ব্রিজ উদ্বোধন করা হবে।
ব্যারিস্টার সুমন বলেন, আপনাদের দেখাতে চাই। এটা হচ্ছে সিলেটের ওসমানীনগর উপজেলা। এটা একটি বিখ্যাত উপেজলা, এর নাম আপনারা জানেন। যে বিধবা মাকে এই ঘরটা দিচ্ছি আজকে, ওনার স্বামী মারা গেছেন। যিনি প্রায় চারশ কবর খননের কাজ করেছেন। তিনি বিনা পয়সায় কবর খনন করতেন। তার স্ত্রীকে একটি ঘর তৈরি করে দেওয়া হয়েছে। ওই নারীর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এ সময় ওই বিধবা নারীর সঙ্গে কথা বলেন সুমন। এরপর তিনি বলেন, আপনি মানুষের জন্যে দোয়া করবেন।
ওই বিধবাকে সুমন আরও বলেন, এই অস্তিত্বহীন জায়গা থেকে আপনাদের পাঠানো টাকায় আমরা একটার পর একটা ঘর করে যাচ্ছি। আমাদের স্বপ্ন অনেক বড়। অনেক ঘর বানাতে চাই। অনেক ঘর বানালেও সব স্বাভাবিক হবে না। কারণ সিলেট-সুনামগঞ্জে যে ক্ষতি হয়েছে বন্যায়, প্রায় তিন থেকে চার লাখ ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে। আমরা ব্যক্তিগত পর্যায়ে আপনাদের সহযোগিতা নিয়ে চেষ্টা করে যাচ্ছি। আপনাদের সহযোগিতায় আমরা হয়তো শত ঘর বানানোর চেষ্টা করছি। জানি না কোন জায়গায় গিয়ে শেষ হবে। পাশাপাশি যতক্ষণ পর্যন্ত সরকার এগিয়ে না আসবে, ততক্ষণ এই ক্ষতি পূরণ করা সম্ভব না।
তিনি বলেন, অনেকে বলেন যে সিলেটের হাওর এলাকায় ৫০ বছরের ক্ষয়ক্ষতি হয়েছে। এখন এদের টেনে তুলতে না পারলে সমাজে মানুষের মধ্যে চরম বৈষম্য তৈরি হবে। গরীব আরও গরীব হবে, ধনী আরও ধনী হবে। আর কিছু লোক মাটির সঙ্গে শুয়ে যাবে।
সুমন বলেন, ভিডিও শেষ করার আগে বলবো যে যিনি মানুষের মধ্যে থাকেন তিনি উত্তম। যিনি মানুষের কল্যাণের উদ্দেশ্যে বের হন, তারা মানবতার কাজে নিয়োজিত। আমরা আপনাদের সহযোগিতার কারণে মানুষের কল্যাণে আছি। আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি।