শুক্রবার , ২৬ আগস্ট ২০২২ | ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

দরিদ্র বাবা মোবাইল কিনে না দেওয়ায় গলায় ফাঁস নিলেন তরুণ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
আগস্ট ২৬, ২০২২ ৩:৩৫ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুরে মোবাইল কিনে না দেওয়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন জুনায়েদ হোসেন (১৮) নামের এক তরুণ।

শুক্রবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার সহনাটী ইউনিয়নের সোনাকান্দি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

জুনায়েদ হোসেন ওই এলাকার মো. জয়দুল্লাহর ছেলে।

গৌরীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হুদা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জুনায়েদ মোবাইলে আসক্ত ছিলেন। সম্প্রতি তিনি নতুন মোবাইল কিনে দেওয়ার জন্য বাবার কাছে বায়না ধরেন। মোবাইল কেনার বাবার কাছে টাকা চান। পরে টাকা না পেয়ে অভিমান করেন জুনায়েদ। বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। পরে রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

শুক্রবার সকালে বাড়ির পাশে জঙ্গলে লটকন গাছে তাকে ঝুলতে দেখেন স্থানীয়রা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এসআই নাজমুল হুদা বলেন, জুনায়েদ তার বাবার কাছে মোবাইল কিনে দেওয়ার আবদার করেছিলেন। কিন্তু বাবার সামর্থ্য না থাকায় কিনে দিতে পারেননি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

 

 

সর্বশেষ - আইন-আদালত