ঢাকার কেরানীগঞ্জে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় মো. ইসলাম বেপারী (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে বাসটির চালককে।
রোববার (২৮ আগস্ট) দুপুর ১টার দিকে হাসনাবাদ টেগুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাকে নিয়ে এলে বিকেল ৫টার দিকে মৃত্যু হয়।
নিহতের নাতি বিল্লাল হোসেন বলেন, রাস্তা পারাপারের সময় রাইদা পরিবহনের একটি বাস নানাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।