খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়ছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি এলাকায় গোমতী নদীতে গোসল করতে নেমে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, আজ রবিবার সকাল ১১টার সময় ৫ জন মিলে নদীতে গোসল করতে গিয়ে দুই জন ডুবে যায়। পরে স্থানীয়রা চিৎকার চেঁচামেচি শুনে নদীতে নেমে একজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।
খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে প্রায় দেড় ঘন্টা পর নুসরাত জাহান (১৬) নামের এক কিশোরীকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুসরাতকে মৃত ঘোষণা করেন।
নিহত নুসরাত জাহান মাটিরাঙ্গার বেলছড়ি এলাকায় তার ফুফা মোঃ আব্দুল্লাহর বাড়িতে ব্রাহ্মণবাড়িয়া থেকে বেড়াতে আসে।
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের সহযোগীতার লাশটি উদ্ধার করা হয়। আইনী প্রক্রিয়া শেষ লাশটি স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।