গ্রেপ্তার ওসমান হারুনুর রশিদ বর্তমানে কসবা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি উপজেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। গ্রেপ্তার কামাল উদ্দিন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।
বিএনপি ও স্থানীয় সূত্রে জানা যায়, নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সক্রিয় আছেন। মঙ্গলবার (৩০ আগস্ট) কসবা উপজেলা বিএনপির প্রতিবাদ সভার করার কথা আছে। সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা রুমিন ফারহানা ও বরকতউল্লা উপস্থিত থাকার কথা আছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, উসমান হারুনুর রশিদ ও কামাল উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাঁদের ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালত দুজনকে জেলা কারাগারে পাঠিয়েছেন।