মঙ্গলবার , ৩০ আগস্ট ২০২২ | ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

মালয়েশিয়া থেকে এসে বঁটির আঘাতে স্ত্রীকে খুন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
আগস্ট ৩০, ২০২২ ৩:০৭ অপরাহ্ণ

যশোরের ঝিকরগাছায় স্বামীর বঁটির আঘাতে রিক্তা খাতুন (১৮) নামের এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেল ৩টার দিকে যশোর জেনারেল হাসপাতালে তিনি মারা যান।

নিহত রিক্তা যশোরের শার্শা উপজেলার বালুন্ডা গ্রামে শফিকুল ইসলামের মেয়ে। তার স্বামী আকাশ খান ঝিকরগাছার বৃষ্টিপুর গ্রামের রফিকুল ইসলাম রাজার ছেলে।

ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক বলে জানিয়েছে পুলিশ।

নিহত রিক্তা খাতুনের মা রোকেয়া খাতুন অভিযোগ করে বলেন, রিক্তার স্বামী আকাশ মালয়েশিয়া ছিলেন। ১০ দিন আগে তিনি বাড়িতে আসেন। মঙ্গলবার সকালে রিক্তা তার শ্বশুরবাড়ি বৃষ্টিপুরে তরকারি কাটছিলেন। হঠাৎ আকাশ এসে বঁটি দিয়ে রিক্তার মাথায় কয়েকটি আঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁকড়া প্রাইভেট ক্লিনিকে ও পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে রিক্তা মারা যান।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, পারিবারিক কলহের কারণে স্বামীর বঁটির আঘাতে গৃহবধূ হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের আটক করতে অভিযান অব্যহত রেখেছে।

সর্বশেষ - সারাদেশ