বৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর ২০২২ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

চীন শিনজিয়াংয়ে মানবতাবিরোধী অপরাধ করে থাকতে পারে: জাতিসংঘ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ১, ২০২২ ৮:৪৯ পূর্বাহ্ণ

চীন এ ধরনের আটককেন্দ্রে দশ লাখ পর্যন্ত উইঘুরসহ বিভিন্ন সংখালঘুকে আটক রেখেছে বলে অভিযোগ আছে- ছবি: গেটি ইমেজেস/বিবিসি

চীন তার শিনজিয়াং প্রদেশে মানবতাবিরোধী অপরাধ করে থাকতে পারে বলে জাতিসংঘের এক বহুল প্রতীক্ষিত প্রতিবেদনে বলা হয়েছে।  পশ্চিমাদের উদোগে গৃহীত ‘প্রহসন’ আখ্যা দিয়ে চীন এ প্রতিবেদনটির প্রকাশ ঠেকানোর চেষ্টা করেছিল।

প্রতিবেদনে শিনজিয়াংয়ের উইঘুর মুসলিম ও অন্যান্য সংখালঘু জনগোষ্ঠীর ওপর নির্যাতনসহ অন্য়ায় আচরণের অভিযোগ খতিয়ে দেখা হয়েছে। চীন এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

তবে প্রতিবেদনে তদন্তকারীরা বলেছেন, তারা নির্যাতনের বিশ্বাসযোগ্য প্রমাণ দেখেছেন যা মানবতাবিরোধী অপরাধের সমতূল্য হতে পারে। তারা অভিযোগ করেছেন, চীন অস্পষ্ট জাতীয় নিরাপত্তা আইন ববহার করে সংখ্যালঘুদের অধিকার হরণ করছে এবং ‘নির্বিচারে আটক রাখার পদ্ধতি’ চালু করেছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের ‍উদোগে প্রণীত প্রতিবেদনে বলা হয়েছে, বন্দিদের নানা ধরনের নির্যাতন করা হচ্ছে যার মধ্যে রয়েছে যৌন ও লিঙ্গভিত্তিক নির্যাতন।

প্রতিবেদনে নির্বিচারে আটক রাখা ব্যক্তিদের ‍অবিলম্বে মুক্তির ব্যবস্থা নিতে চীনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সূত্র: বিবিসি

 

সর্বশেষ - আইন-আদালত