বৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর ২০২২ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

এক শাড়িতে ঝুলে ছিল স্বামী-স্ত্রীর মরদেহ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ১, ২০২২ ৬:১৮ পূর্বাহ্ণ

গাজীপুরের কালীগঞ্জে একই শাড়িতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের উত্তরগাঁও গ্রাম থেকে ওই দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাজহারুল হক।

নিহতরা হলেন- ঈমান আলী (৩৬) ও তার স্ত্রী মিনজু আক্তার (১৯)। ঈমান আলী উপজেলার কালীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের উত্তরগাঁও গ্রামের মানিক মিয়ার ছেলে ও মিনজু আক্তার একই ওয়ার্ডের জুগুলী গ্রামের আব্দুল মজিদের মেয়ে।

এসআই মো. মাজহারুল হক জানান, ঈমান আলী ও তার স্ত্রী মিনজু আক্তার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে বাড়ির লোকজন তাদের ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় তারা দুজন আত্মহত্যা করেছেন। তবে ঠিক কারণে তারা আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।

তিনি আরো জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই এসআই।

সর্বশেষ - দেশজুড়ে