শুক্রবার , ২ সেপ্টেম্বর ২০২২ | ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

চাকরির পাশাপাশি প্রস্তুতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে প্রথম নাঈম

প্রতিবেদক
নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০২২ ৬:২২ পূর্বাহ্ণ

চাকরির পাশাপাশি প্রস্তুতি নিয়েই সফল হয়েছেন নাঈম। তিনি বলেন, ‘কষ্ট হয়েছে কিন্তু অসম্ভব ছিল না। টেলিটকে চাকরি করার সময় অফিস থেকে আসার পর প্রায় দুই ঘণ্টা আর ভোরে দুই ঘণ্টা প্রস্তুতির জন্য পড়তাম। সময় কম পেলেও যেটুকু পেয়েছি, তার সঠিক ব্যবহার করার চেষ্টা করেছি।

যানজট আর কাজের ফাঁকে নিয়মিত দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা পড়তাম। এগুলো আমাকে সব সময় দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনা ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে সাহায্য করেছে। ব্যাংকের পরীক্ষায় সাধারণত সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে বেশি প্রশ্ন থাকে, তাই দৈনিক পত্রিকা পড়ার অভ্যাস আমার খুবই কাজে লেগেছে। ছুটির দিনগুলোতে একটু বেশি সময় নিয়ে পড়তাম। বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করতাম।’

সহকারী পরিচালক পদে সাধারণত তিন ধাপে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ধাপগুলো হলো প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা। নম্বর বণ্টনে ভিন্নতা থাকলেও গুরুত্ব বিবেচনায় প্রতিটি ধাপই গুরুত্বপূর্ণ। আবদুল্লাহ আল নাঈমের কাছে প্রিলিমিনারি ধাপটি কঠিন মনে হয়েছে বলে জানান। তিনি বলেন, প্রিলিমিনারিতে পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি থাকে। আবার নেগেটিভ মার্কিং থাকার কারণে সামান্য ভুলেই প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা থাকে।

যাঁরা নবীন প্রার্থী বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে চাকরি করার স্বপ্ন দেখছেন, তাঁদের উদ্দেশে আবদুল্লাহ আল নাঈম বলেন, যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য প্রথম শর্ত পরীক্ষা ও প্রশ্নের ধরন সম্পর্কে আগেই পূর্ণাঙ্গ ধারণা নেওয়া। এরপর দরকার সুন্দর একটি পরিকল্পনা।

তবে এই পরিকল্পনা সবার জন্য যে এক হবে, তা নয়। ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। যার যেভাবে সুবিধা হয়, তার সেভাবে পরিকল্পনা গ্রহণ করা উচিত। তবে সবারই পরিকল্পনা হওয়া উচিত দীর্ঘমেয়াদি, শর্টকাটে কখনো সফল হওয়া যায় না।

রের প্রশ্নগুলো সমাধানের মাধ্যমে চাকরির প্রস্তুতি শুরু করা উচিত বলে মনে করেন নাঈম। তাঁর মতে, আগেই সব প্রশ্নের সমাধান করলে কয়েকটি উপকার পাওয়া যায়। প্রশ্নের ধরন সম্পর্কে জানা যায়। এতে প্রস্তুতি এবং পরীক্ষার হলে বরাদ্দকৃত সময় নিয়ে পরিকল্পনা করা সহজ হয়। নিজের সবল ও দুর্বল দিকগুলো চিহ্নিত করা যায় এবং আগের প্রশ্নগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন এলে সহজেই উত্তর করা যায়।

সহকারী পরিচালক পদে সফল হতে গণিতে বেশি জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন আবদুল্লাহ আল নাঈম। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই আমার গণিতের প্রতি অনেক আগ্রহ ছিল। অষ্টম শ্রেণি থেকে আমি ডাচ্‌বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবে নিয়মিত অংশগ্রহণ করি।

এখানে অংশগ্রহণ করে গণিতকে নতুনভাবে জেনেছি।’ নাঈম বলেন, গণিত বিষয়ে নিয়মিত অনুশীলন ছাড়া সহকারী পরিচালক পদে সফল হওয়া কঠিন। কারণ, এই অংশে ভালো করতে পারলে সহজেই অন্য প্রতিযোগীদের থেকে এগিয়ে যাওয়া যায়। গণিতের ক্ষেত্রে শুধু সমাধান নয়, বরং কম সময়ে সমাধানের অভ্যাস গড়ে তুলতে হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

রাশিয়াকে ড্রোন দেওয়ার কথা স্বীকার করল ইরান

ভার্জিনিয়ায় স্কুলের অনুষ্ঠানে বন্দুকধারীর হামলা, নিহত ২

নাইকো দুর্নীতি: খালেদার অভিযোগ গঠনের শুনানি ৮ নভেম্বর

পাকিস্তানে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী হতে সংখ্যালঘুদের ওপর বাধা তুলে নেওয়ার দাবি

সেন্সর পায়নি শুভ-ঐশী জুটির ‘নূর’, করতে হবে সংশোধন

লক্ষ্য সিরিজ জেতা, তবে সহজ হবে না: তাসকিন

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী যারা

উচ্চ আদালতের বিচারক নিয়োগ সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলেও প্রণয়ন হয়নি আইন

তিন খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্যের ব্যবসায়ীরা

আন্দোলনে গদি হারানোর আতঙ্কে সরকার বেসামাল: গণতন্ত্র মঞ্চ