যশোরে হারানো ৪০টি মোবাইল ফোন উদ্ধার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। দীর্ঘদিন পর হলেও হারানো ফোন পেয়ে খুশি মালিকরা।
শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, আগস্ট মাসে জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরিভুক্ত হারানো ৪০টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। এছাড়া ভুলবশত মোবাইল ব্যাংকিং নগদ ও বিকাশের আরেক অ্যাকাউন্টে চলে যাওয়া আট জনের ১ লাখ ৯ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। হ্যাক হওয়া সাতটি ফেসবুক আইডি পুনরুদ্ধার করা হয়েছে। নিখোঁজ ১৩ জন ভিকটিম উদ্ধারে সহায়তা করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার বলেন, চলতি মাসে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে দুটি মামলা তদন্তাধীন রয়েছে। এ দুটি মামলায় তিনজন আসামিকেও গ্রেফতার করা হয়।