শনিবার , ৩ সেপ্টেম্বর ২০২২ | ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

হতাশার এশিয়া কাপ শেষে দেশে ফিরেছে সাকিব বাহিনী

প্রতিবেদক
নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ৩, ২০২২ ৪:৪৯ পূর্বাহ্ণ

সবার আগে এশিয়া কাপ থেকে বিদায় হয়েছে বাংলাদেশের। আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারের পর বৃহস্পতিবার শ্রীলঙ্কার কাছে ২ উইকেটের পরাজয়ে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে সাকিব আল হাসানের দল।

এক রাশ হতাশা বুকে নিয়ে দুবাই থেকে আজ (শনিবার) দেশে পা রেখেছে টাইগাররা। সকাল ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে সাকিবদের বহনকারী বিমান। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জাগো নিউজকে নিশ্চিত করেছেন এই তথ্য।

আহামরি, চোখ ধাঁধানো আর আকর্ষণীয় ক্রিকেট খেলতে না পারলেও দুই ম্যাচেই জয়ের বেশ সম্ভাবনা ছিল টাইগারদের। দুটি ম্যাচেই তীরের খুব কাছে গিয়ে তরী ডুবেছে। একদম শেষ দিকে গিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়েছে সাকিবের দল।

অথচ নতুন অধিনায়ক আর ম্যানেজমেন্টের ওপর ভর করে এশিয়া কাপের সুপার ফোর খেলার স্বপ্ন ও আশা নিয়েই দেশ ছেড়েছিল টাইগাররা। তাই বাংলাদেশের রিটার্ন টিকিটও সেভাবে কনফার্ম ছিল না।

বাদ পড়ার পর দুবাই থেকে ঢাকা ফেরার টিকিট ম্যানেজ করতে বেশ ঝামেলাই হয়েছে বাংলাদেশের। শেষ পর্যন্ত টিকিটের ব্যবস্থা হওয়ায় শুক্রবার রাতেই দুবাই ছাড়েন সাকিবরা।

 

সর্বশেষ - সারাদেশ