শনিবার , ৩ সেপ্টেম্বর ২০২২ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

আ.লীগের মহড়ায় নেত্রকোনায় যেতে পারেননি বিএনপির কেন্দ্রীয় নেতারা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ৩, ২০২২ ১:৩০ অপরাহ্ণ

আওয়ামী লীগের হামলায় বারহাট্টায় বিএনপির সম্মেলন পণ্ড, মঞ্চে আগুন

আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালিয়ে মঞ্চ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। শনিবার বারহাট্টা উপজেলার গোপালপুর এলাকার ফায়ার সার্ভিস মোড়ে

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক বলেন, ‘বারহাট্টা উপজেলা বিএনপির সম্মেলনে যোগ দিতে ময়মনসিংহে আসেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও সহসাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেছ আলী। আমরা তাঁদের এগিয়ে নেওয়ার জন্য ময়মনসিংহে আসি। তবে ময়মনসিংহ থেকে নেত্রকোনার উদ্দেশে রওনা হওয়ার পর জানতে পারি, নেত্রকোনা শহরের প্রবেশমুখে আওয়ামী লীগের নেতারা সমাবেশের নামে মূলত মহড়া দিচ্ছেন। পুলিশকে ফোন দিয়ে বিষয়টি জানালে তারাও নিরাপত্তাহীনতার ভয় দেখায়। এ জন্য কেন্দ্রীয় নেতারা আবার ময়মনসিংহে ফেরত আসেন। বারহাট্টা উপজেলায় যেতে হলে নেত্রকোনা শহর পার হতে হয়।’

সংবাদ সম্মেলনে উপস্থিত জেলা বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম হিলালী বলেন, আগামীকাল রোববার নেত্রকোনার আটপাড়া উপজেলা বিএনপির সম্মেলন হওয়ার কথা। তবে আজ নেত্রকোনা শহর ও বারহাট্টায় আওয়ামী লীগের মহড়ায় সম্মেলন অনিশ্চিত হয়ে পড়েছে।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ১ সেপ্টেম্বর বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিএনপির সমাবেশে হামলা করে পুলিশ। এর পর থেকেই নেত্রকোনায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির নেতা-কর্মীদের ওপর চড়াও হন। সন্ত্রাসী কায়দায় আওয়ামী লীগের শীর্ষ নেতারাও মহড়া দিচ্ছেন। বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশের তল্লাশি চলছে। আজ বারহাট্টা উপজেলায় বিএনপির সম্মেলনের মঞ্চে আওয়ামী লীগের নেতারা আগুন ধরিয়ে দিয়েছেন। তিনি এসব হামলার তীব্র নিন্দা জানান।

 

সর্বশেষ - দেশজুড়ে