সাতক্ষীরায় নিহত চা বিক্রেতা ইয়াছিন আলির মরদেহ উদ্ধারের চারদিন পর পাওয়া গেছে খণ্ডিত মাথা। এ ঘটনায় জাকির হোসেন (৫০) নামের এক ব্যক্তিকেও গ্রেফতার করে র্যাব। পাওনা টাকা না দেওয়ায় ইয়াছিনকে হত্যা করেন ওই ব্যক্তি।
রোববার (৪ সেপ্টেম্বর) সকালে প্রেস ব্রিফিংয়ে র্যাব-৬-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোসতাক আহমেদ এসব কথা জানান।
তিনি বলেন, শনিবার জাকিরকে গ্রেফতার করা হয়। তার বাড়ি খুলনায়। তবে সে সাতক্ষীরা পৌর শহরের গড়েরকান্দা এলাকায় শ্বশুরবাড়িতে থাকে। পাওনা টাকা না দেওয়ায় জাকির একাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
র্যাব কর্মকর্তা মোহাম্মদ মোসতাক আরও বলেন, তার দেওয়া তথ্যে রোববার সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা বাইপাস সড়কের একটি ব্রিজের তলা থেকে নিহত ইয়াছিনের খণ্ডিত মাথা উদ্ধার করা হয়।
৩১ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে পৌর শহরের বকচরা এলাকায় বাইপাস সড়কের পাশে একটি জলাশয় থেকে চা-বিক্রেতা ইয়াছিন আলির মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী তাসলিমা খাতুন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা করেন।